যখন ছোট ছিলে
- তাবেরী ২৯-০৪-২০২৪

"উৎসর্গ আমার মাকে এবং সব মাকে"

তুমি যখন ছোট ছিলে,
তোমার জুতার ফিতেটা ও
বেধে দিয়েছি আমি।
কোলে নিয়ে হেটেছি,
 যখন রাত ভর,
জেগে ছিলে তুমি।
খাবে বলে হাত পুড়িয়েও
তোমার জন্য খিচুড়ি
রান্না করেছি।
হীম শীতের রাতে চাদরে
জড়িয়ে তোমায় বুকে
আগলে রেখেছি।
হাটি হাটি পা পা করে,
যখন স্কুলে গেলে
চুল গুলো গুছিয়ে দিয়েছি।
স্বপ্ন গুলো ছুয়ে বড় হতে লাগলে,
সব জায়গায় তোমাকেই
জড়িয়ে ভেবেছি।
আর সে হল আমার" মা".

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।